যেসব এলাকায় ২৪ ঘন্টা গ্যাস থাকবে না

রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, জরুরি রক্ষণা‌বেক্ষণ কা‌জের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য আশু‌লিয়া ও আমিনবাজার সি‌জিএস প্ল্যান্ট থেকে তিতাস সি‌স্টে‌মে গ্যাস সরবরাহ বন্ধ থাক‌বে।

এর ফ‌লে আশু‌লিয়া, সাভার, আ‌মিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পী‌রেরবাগ, কল্যানপুর, শ্যামলী, রিং‌রোড, মনসুরাবাদ, কা‌দিরাবাদ, মোহাম্মদপুর, লালমা‌টিয়া, ধানম‌ন্ডি, আ‌জিমপুর, হাজারীবাগ ও এসব এলাকা সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বি‌ঘ্নিত হ‌তে পা‌রে। কোথায় কোথাও গ্যাসের চাপ খুব কমও থাকতে পারে।

১৯৬৮ সালে সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের মধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে তিতাস গ্যাস। বর্তমানে কোম্পানিটি ১৩ হাজার ৭৪ দশমিক ৭৮ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে। সবশেষ হিসাব অনুযায়ী এর গ্রাহক সংখ্যা ২৭ লাখ ৮৩ হাজার ১৩৪।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment