অল্পের জন্য রক্ষা পেলেন নায়িকা বুবলী

অল্পের জন্য রক্ষা পেলেন নায়িকা বুবলী

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘পাসওয়ার্ড’ ছবির শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ছবির নির্মাতা মালেক আফসারী জানান, শুটিংয়ে বিদ্যুতের তার বুবলীর পায়ে জড়িয়ে পড়ে, সে সময় হোঁচট খেয়ে বুবলীও মাটিতে পড়ে যান। এ সময় হাতে ও পায়ে আঘাত পান এই অভিনেত্রী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে মালেক আফসারী বলেন, ‘কাজের প্রতি বুবলীর আগ্রহ দেখে অবাক হয়েছি। গতকাল ছবির শুটিং করতে গিয়ে সে আহত হয়েছেন। শুটিং স্পটেই ডাক্তার এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। দুর্ঘটনায় বুবলী হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছেন। এ কারণে আমরা তার শুটিং বন্ধ করে দেই। কিন্তু সে তার দৃশ্যের কাজ শেষ করেই, বিশ্রামে যান।’

নির্মাতা মালেক আফসারী আরও বলেন, ‘দৃশ্যটির জন্য পরপর তিনবার শট দেয় বুবলী। তৃতীয়বার আমরা কাঙ্ক্ষিত শটটি পাই। সত্যি কাজের প্রতি বুবলীর এমন আগ্রহ দেখে, আমরা অবাক হয়েছি। আজ তাকে বিশ্রামে রাখা হয়েছে। কারণ গতকালের দুর্ঘটনায় তার হাত দিয়ে রক্ত বের হয়েছে। পায়েও বেশ আঘাত পেয়েছে। যে কারণে তার হাঁটতে সমস্যা হচ্ছিল।’

মালেক আফসারী জানান, বুবলীর পায়ে বিদ্যুতের তার জড়িয়ে, শুটিং স্পটে বড় একটি লাইটও ছিটকে পড়ে। এ সময় শুটিং ইউনিটে আতঙ্কের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ‘পাসওয়ার্ড’ ছবিতে শবনম বুবলীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এতে আরও আছেন ইমন, ডন, অমিত হাসানসহ অনেকে। এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন মালেক আফসারী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment