আর্জেন্টিনার সংসদীয় দলের সঙ্গে এবিসিসিআই’র মতবিনিময়

আর্জেন্টিনার দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় দলের প্রতিনিধির সঙ্গে আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল মঙ্গলবার এ মতবিনিময় সভায় অংশ নেন আর্জেন্টিনার দক্ষিণ এশিয়ার বিষয়ক সংসদীয় দলের সভাপতি মার্সেলো ওয়েচসলার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহা পরিচালক জুয়ান দে সিনকুনিগুই, এবিসিসিআই এর সভাপতি আলিম আল রাজি, সহসভাপতি ম্যাগারেট পেকোরা, সদস্য গ্রেসিলা নাজ, কামাল হোসেন, হাসান ইমাম খান ও মেহেদী হাসান।

এ সময় তারা দুই দেশের অর্থনৈতিক শক্তিশালী করা ও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠিত, বাংলাদেশ ফুটবল টিমকে প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা করেন ।

এ সময় মি. ওয়েচসলার বাংলাদেশের সাথে সংসদীয় বন্ধুত্বপূর্ণ দল গঠনের জন্য গঠনের প্রস্তাব করেন ।

এবিসিসিআই এর সভাপতি আলিম আল রাজি আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বারে কার্যক্রম তুলে ধরে বলেন, ‌বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল বিনিয়োগ বান্ধব দেশ । তাই দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ।

এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়ার জন্য আর্জেন্টিনার সরকার কে ধন্যবাদ জানান।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী ২০-২২ মার্চ জাতিসংঘ আয়োজিত সাউথ সাউথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সফরের বিষয়টি অবহিত করেন সংসদীয় দলকে ।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment