এ কোন অভিনেতা!

পরনে ময়লা জামা-কাপড়। চুলও উসকো-খুসকো। লম্বা দাড়িতে ময়লা লেগে আছে। বয়স খুব বেশি না, বড়জোড় পঁচিশ-ত্রিশ হবে। দেখলে যে কেউ বলবেন, পাগল।

দেখে চেনা যায় সে কে? সে আর কেউ নয়, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের প্রযোজনে এমন রূপ নিয়েছেন এই শিল্পী। এটি নির্মাণ করছেন বি ইউ শুভ।
অপূর্ব বলেন, ‘গল্পের প্রয়োজনে পাগল হয়েছি। দারুণ একটি চরিত্র। অভিনয় করে বেশ মজা পেয়েছি। এতে বেশ কিছু টুইস্ট আছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় আরেক অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

নির্মাতা বি ইউ শুভ জানান, নাটকের দৃশ্য ধারণের কাজ এখনো চলছে। এর চিত্রনাট্য লিখেছেন রাজীব আহমেদ।এটি প্রচারের বিষয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপ চলছে। সব ঠিক থাকলে পহেলা বৈশাখে টিভি পর্দায়, পাগল রূপে অপূর্বকে দেখা যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment