যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলবেন না তিনি

শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর পর বলিউড অঙ্গনে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল #মিটু মুভমেন্ট। সে সময় ইন্ডাস্ট্রির বহু সদস্য নিজের যৌন হেনস্থার কথা প্রকাশ্যে শেয়ার করেছিলেন। তবে এ তালিকায় নাম লেখাতে রাজি নন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে নারাজ ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘আমার জীবনের এই দিকটা নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না। যারা আমার খুব কাছের তাদেরকে বলতে পারি। যারা নিজেদের হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন। তাদের নিয়ে বিচার শুরু হয়েছে। আমাকেও সকলে বিচার করুক, আমি চাই না।’

তবে অনেকে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলায় লাভ হয়েছে বলেও মনে করেন ফাতিমা। তিনি বলেন, যারা মেয়েদের হেনস্থা করতেন, ক্ষমতার অপব্যবহার করতেন, তারা এখন সতর্ক।

আবার হেনস্তাকারীদের সবার সামনে মুখোশ খুলে যাওয়ার ভয় রয়েছে বলেও মনে করেন ফাতিমা সানা শেখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment