আইসিসিবিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাইক শো

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাইক শো। এতে একই সঙ্গে ১৪তম ঢাকা মোটর শো, ৪র্থ ঢাকা অটো পার্টস শো ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০১৯-এর আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে শো।

আজ বৃহস্পতিবার দুপুরে আইসিসিবি’র হল-২ এ মোটর শো-এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এবারের শো-তে সুজুকি, টিভিএস, সুবারু, হোয়াজু, পাওয়ার, লিফান, কিওয়ে, এপ্রিলিয়া, স্পিডারসহ বিশ্বের খ্যাতনামা বাইক ও গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় বাইক ও অন্যান্য পণ্য কিনলে গ্রাহকরা পাবেন নানা পুরস্কার। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই কুপনের মাধ্যমে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রেখেছে মেলায়।

আগামী ১৬ মার্চ রাত ৮টায় শেষ হবে এই বাইক শো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment