কৃষককে হত্যা করেছিল বিএনপি: অনুষ্ঠানে বক্তারা

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

‘কৃষক হত্যা দিবস’ অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সরকারের সময় সার, তেল ও বীজের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর বর্তমান সরকার কৃষকদের অল্প দামে সার দিচ্ছে। সারের জন্য কৃষকদের সারের পেছনে ছুটতে হতো, আর এখন সার-ই কৃষকদের পেছনে ছুটছে। আজ ১৫ মার্চ ২০১৯ রোজ শুক্রবার ‘কৃষক হত্যা দিবস’ উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা আরো বলেন ১৯৯৫ সালের ১৫ মার্চ তৎকালীন বি.এন.পি সরকারের সময় সারের দাবিতে আন্দোলনরত কৃষক জনতার উপর নির্বিচারে গুলি করে ১৮ জন কৃষক জনতাকে নির্মম ভাবে হত্যা করে। আজ মাননীয় প্রধানমন্ত্রী কৃষক-রত্ন জননেন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতি প্রদান চালিকাশক্তি কৃষক সমাজের জন্য সারের দাম সহনীয় পর্যায়ে রেখেছেন| তারই ধারাবাহিকতায় আজ কৃষিতে ঈর্ষণীয় সাফল্য এসেছে| কৃষকদেরকে কৃষি উপকরণ নামমাত্র মূলে সরকার দিচ্ছে| সার বীজ খুব সহজে কৃষকেরা পেয়ে যাচ্ছে| আজ দেশের কৃষক ভাইদেরকে সারের জন্যে আন্দোলন করতে হয় না| ২০২১ সালে মধ্যমায়ের দেশ পরিণত করতে ও ২০৪১ সালে উন্নত দেশের সারিতে বাংলাদেশ থাকবে এসব অর্জনে কৃষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখার উদ্ধার্ত আহ্বান জানান। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এম.পি, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ফরিদুন্নাহার লাইলী। কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার শামসুল হক রেজার অনুমতিক্রমে অনুষ্ঠান পরিচালনা করেন কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র চন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, আলহাজ্ব ওমর ফারুক, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম, আকবর আলী চৌধুরী, শরীফ আশরাফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ্যাড মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, মানব সম্পদ বিষয়ক সম্পাদিক ও মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামিমা শাহরিয়ার, মাননীয় সংসদ সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্না সরকার, সাংগঠনিক সম্পাদক গাজী জসীম উদ্দীন, দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব একেএম আজম খান, ঢাকা মহানগর-উত্তর, কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হালিম খান এবং ঢাকা মহানগর-দক্ষিন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment