নিউজিল্যান্ডে হামলার প্রতিবাদে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামায আদায়কালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরী। এসময় বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে শেষ হয়।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোলাইমান খান রব্বানী, জি এম শাহাদত হোসেন মানিক, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ শাহেদুল আলম চৌধুরী, নিজামুল করীম সুজন, কাওসার আহমদ রুবেল, ডা. এস এম সরওয়ার, জসিম উদ্দীন নুরী, আবুল কালাম।

এসময় আব্দুল হাকিম বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও যে মুসলমানরা উগ্রবাদী সন্ত্রাসীদের কবল থেকে নিরাপদ নয় সেটা স্পষ্ট করেছে।

এ হত্যাকাণ্ড খ্রীস্টান জঙ্গির পরিকল্পিত কর্মসূচির অংশ বলে উল্লেখ করে তিনি বলেন, ৪৯ জন মানুষকে হত্যার ঘটনা ইতিহাসের অন্যতম বর্বরোচিত ও নিন্দনীয়। এ ঘটনায় প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করতেই এ হত্যাকাণ্ড।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment