গ্যাসের মূল্য বাড়লে তীব্র প্রতিবাদ : ফখরুল

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে এর তীব্র প্রতিবাদ করবে বিএনপি। একই সঙ্গে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া এই মূল্য বৃদ্ধি মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ফখরুল বলেন, ‌‘গ্যাসের মূল্য বাড়ানো আমরা কখনো মেনে নেব না, এমনকি দেশের মানুষও নেবে না। এর বিরুদ্ধে যতটুকু করা উচিত আমরা ততটুকু প্রতিবাদ করবো।’

‘‌স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্র নেই’- উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‌‘আজকে দেশে একটি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই দেশের মানুষ কোনো বিচার পায় না। কোনো ইনসাফ নেই। এ দেশের মানুষ নিরাপদ নয়। এটাই আশা করি যে মানুষের গণতন্ত্রের জন্য যে চিরন্তন সংগ্রাম, সেই সংগ্রাম বাংলাদেশের মানুষ করছে। ইনশাআল্লাহ, তারা অবশ্যই বিজয়ী হবে। ’

এ সময় স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশের জনগণ সত্যিকারের স্বাধীনতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন হয়নি এটা দেশের মানুষ জানে।

পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment