ফাঁকি দেয়া ভ্যাট পরিশোধ করেছে আশা এনজিও

২) সোমবার কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষের ঢাকা পশ্চিম জোনের কমিশনার ড. মইনুল খানের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে ফাঁকি দেয়া ১ কোটি ২২লাখ টাকা ভ্যাট দেয়ার বিষয়টি জানিয়েছে আশা কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের কলেজ গেট শাখায় পৃথক তিনটি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এই টাকা পরিশোধ করেছে এনজিওটি।

৩) কমিশনার মইনুল খান জানান, ঢাকা পশ্চিমের একটি অডিট দল ২০১৫ থেকে ২০১৭-২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য নিরীক্ষা করে দেখতে পায় যে, ওই সময়ে আদায়যোগ্য ভ্যাট আশা কর্তৃপক্ষ পরিশোধ করেননি। এর প্রেক্ষিতে গত ১১ মার্চ প্রতিষ্ঠানের বরাবর ফাকিকৃত এক কোটি ২২লাখ টাকা ভ্যাটের দাবিনামা জারি করে ৭ দিনের মধ্যে তা জমা দেয়ার নোটিশ ইস্যু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আজ প্রতিষ্ঠানটি দাবিকৃত ভ্যাটের টাকা জমা দিয়েছে। সময়মতো দাবিকৃত ভ্যাট পরিশোধ করায় আশা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। কিন্তু সময়মতো পরিশোধ না করায় এখন প্রতিষ্ঠানটিকে ভ্যাট আইন অনুযায়ী অতিরিক্ত হিসেবে ওই টাকার ওপর মাসিক ২শতাংশ হারে সুদ জমা দিতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment