উপজেলা পরিষদ নির্বাচন | নবাবগঞ্জে আ’লীগের প্রার্থীর প্রচারণা তুঙ্গে

উপজেলা পরিষদ নির্বাচন | নবাবগঞ্জে আ’লীগের প্রার্থীর প্রচারণা তুঙ্গে

 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল বাতেন মিয়া ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের আরো দশদিন বাকি থাকলেও ১৪টি ইউনিয়নের প্রতিটি গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটারদের সাথে কথা বলছেন, তাদের খোঁজ নিচ্ছেন তিনি। নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে করছেন উঠান বৈঠক।

ইতিমধ্যে নবাবগঞ্জের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লার রাস্তাঘাট ছেয়ে গেছে পোষ্টারে পোষ্টারে। বাড়িতে বাড়িতে লাগানো হচ্ছে মার্কা সম্বলিত স্টিকার।

শুক্রবার দুপুরে নবাবগঞ্জের দাউদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামীলীগের প্র্থর্াী আব্দুল বাতেন মিয়া। বর্ষিয়ান এ নেতা এসময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। দলের ক্রান্তিকালে যেভাবে আপনাদের পাশে ছিলাম, পরবর্তী সময়েও আমাকে সেভাবে পাবেন।
তার পক্ষে প্রচারণা করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মিজানুর রহমান কিসমত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামীলী নেতা- মনিরুজ্জামান মনির, মো. ইব্রাহীম খলিল, আলী মো. রমজান, মোতাহার হোসেন, শাহীন খান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলার ১৪টি ইউনিয়নের ২ লাখ ৬১ হাজার ৭শ’ ২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্বের পর পরই প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন ভোটের মাঠ গোছাতে। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি।
এ উপজেলায় চেয়ারম্যান পদে আরও দু’জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। এরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু (আনারস প্রতীকে) ও সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক মোল্লা (দোয়াত কলম প্রতীকে)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment