ভারতের প্রথম লোকপাল হলেন পিনাকীচন্দ্র ঘোষ

২. ভারতের লোকপাল পিনাকীচন্দ্র ঘোষ দুর্নীতি বিরোধী অম্বুডসম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। পিনাকীচন্দ্র ঘোষ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তাকে মঙ্গলবার লোকপাল হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। লোকপাল সার্চ কমিটির তালিকায় বরাবরই এগিয়ে ছিলেন তিনি । সুপ্রিম কোর্ট থেকে ২০১৭ সালের মে মাসে অবসর গ্রহণ করেছিলেন তিনি । এছাড়া, জাতীয় মানবাধিকার কমিশনের একজন সক্রিয় সদস্যও তিনি ।

লোকপাল কর্তৃপক্ষ যথাযথ আইনী পদ্ধতি মেনে কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী,সাংসদ, সরকারি কর্মচারী ও সরকার সংস্থায় কর্মরত-প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে সক্ষম হবে । বার্ষিক ১০ লাখের বেশি বৈদেশিক অর্থসাহায্যপ্রাপ্ত এনজিও গুলির ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে পারবেন লোকপাল ।

কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ও সিবিআইয়ের মত সংস্থাকেও তদন্তের নির্দেশ দিতে পারবেন লোকপাল ।

তবে লোকপাল নিয়োগে কেন বিরোধী পক্ষের মতামত নেওয়া হয়নি তাই নিয়েও বিতর্কের সূত্রপাত হয়েছে । কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গেকে নির্বাচনী কমিটির বৈঠকে বিশেষ আমন্ত্রণ জানানো হলেও তিনি শেষপর্যন্ত উপস্থিত হননি । তাঁর মতে বিশেষ আমন্ত্রিতদের সেখানে মতামতের কোনও স্থান ছিল না ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment