রিয়ালকে ঢেলে সাজাতে যে ফুটবলারদের কিনতে চাচ্ছেন জিদান

২) সকল হতাশা কাটিয়ে রিয়ালের কোচ হিসেবে ফিরেছেন জিনেদিন জিদান। আগামী মৌসুমে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনাও করেছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা প্রকাশ করেছে জিদানের লক্ষ্যে আছে কোন খেলোয়াড়রা। একজন সেন্ট্রাল ব্যাক, একজন লেফট ব্যাক, দুইজন মিডফিল্ডার ও একজন স্ট্রাইকার কিনতে চাইছেন তিনি। দেখে নেওয়া যাক জিদানের লক্ষ্যে আছেন কারা?

ক) সেন্ট্রাল ব্যাক : এদের মিলিতাও অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে রিয়ালের লক্ষ্যের শুরুতেই আছেন আয়াক্সের তরুণ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। তাকে পেতে চাইছে স্পেনের অপর দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদও। এছাড়াও জিদানের নজরে আছেন ইন্টার মিলানের মিলান স্ক্রিনিয়ার এবং নাপোলির কালিদউ কউলিবালি।

খ) লেফট ব্যাক : রিয়ালের রাডারে আছেন মার্কোস আলনসো। তবে হোসে গায়া ও আলেহান্দ্রো গ্রিমালদোর অন্য দুই স্প্যানিশ অপশন। এছাড়া বায়ার্ন মিউনিখের ডেভিড আলাবা জিদানের তালিকার শীর্ষেই আছেন।

গ) দুই মিডফিল্ডার : ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সের্জিই মিলিনকোভিচ-সাভিচ, থিয়াগো আলকানতারা ও মিরালেম পিয়ানেজকে দেখছে দলটি। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ক্রিস্টিয়ান এরিকসন এবং এডেন হ্যাজার্ড ক্লাবটির প্রথম পছন্দ। পাবলো সারাবিয়া এবং সুসো ক্লাবটির স্প্যানিশ অপশন। এছাড়াও নিকোলো জানিওলো ও কাই হাভের্তজকেও দেখছে দলটি।

ঘ) স্ট্রাইকার : এ পজিশনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনা অনেকটাই অনিবার্য হয়ে পড়েছে। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে এবং নেইমার তাদের প্রধান তিন লক্ষ্য। এছাড়া মাউরো ইকার্দির দ্বিতীয় স্তরে পিয়েরে-এমেরিক আউবামেয়াং রয়েছে তাদের লক্ষ্যে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment