সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণের ফজিলত

সন্তানের মৃত্যুতে ধৈর্য ধরার ফজিলত সম্পর্কে হাদিস শরিফে এসেছে, জান্নাতে সেই ব্যক্তির জন্য ঘর তৈরি হবে যে ব্যক্তি আপন শিশু সন্তানের মৃত্যুতে সবর করবে।

হাদিসে এসেছে, হজরত আবু মুসা আশআরী (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ ফিরিশতাদেরকে ডেকে বলেন যে তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ? তারা বলেন, হ্যাঁ আল্লাহ তায়ালা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলছ? তারা বলেন, হ্যা । আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা কি বলছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্যধারন করে আপনার প্রশংসা করেছে এবং ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন’ পড়েছে।

তখন আল্লাহ তায়ালা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘বাইতুল হামদ’ বা প্রশংসার গৃহ।’ (মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১৭৩৬, তিরমিযী ৩য় খন্ড, পৃষ্ঠা ২১)

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment