নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা!

বিজেপিকে রুখতে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনে প্রার্থী করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। ক্ষমতাসীন বিজেপি দেশে বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চৈত্রের কড়া রোদ উপেক্ষা করে উত্তরপ্রদেশের আমেথিসহ আশপাশের জেলাগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দলের পক্ষ থেকে তা প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়া হলেও, এবার নেতাকর্মীদের জোর দাবির মুখে জানালেন, দল চাইলে বারানসি থেকে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তার। তবে বিষয়টি চূড়ান্ত নয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

এদিকে, সদ্য কংগ্রেসে যোগ দেয়া জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতোন্দকার উত্তর মুম্বাইয়ের নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপিকে হটানোর ডাক দেয়া প্রিয়াঙ্কার সুরে সুর মিলিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান।

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment