খালেদা জিয়ার ‘বেশি জটিল’ রোগ নেই : বিএসএমএমইউ পরিচালক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক। তিনি জানান, খালেদা জিয়ার ‘বেশি জটিল’ কোনো রোগ নেই।

আজ সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করার পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসপাতাল পরিচালক।

মাহবুবুল হক বলেন, ‘উনার (খালেদা জিয়া) চেকআপ করে আমাদের একটা রিপোর্ট দিবেন এবং শুধু ওষুধের পরে উনার অবস্থা কতটুকু উন্নতি হলো তা মূল্যায়ণ করার জন্য দু-তিনজন চিকিৎসক আছেন, যারা পর্যবেক্ষণ করবেন। উনার যে অবস্থা আজকে উনি বসে কথা বলেছেন। সুস্থ আছেন বলতে উনার যে সমস্যাগুলো আছে উনার-পায়ে ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি উনার কম। একটু দুর্বল।’

খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি আরও বলেন, ‘ডায়াবেটিস যেটা আছে উনার আগে থেকেই এবং সেটা একটু বেশি। আজকে উনার খাওয়ার পরে ডায়াবেটিসের মাত্রা ১৪ এসেছে। এ ছাড়া উনার বেশি জটিল কোনো রোগ বলে কিছু নাই।’

‘যেহেতু উনি কথা বলেছেন। উনার অন্য কোনো সমস্যা দেখছি না। চিকিৎসকদের সঙ্গে তিনি খুব সুন্দর করে কথা বলেছেন এবং আমার বিশ্বাস, তিনি কমফোর্ট ফিল করেছেন। উনি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে উনাদের (চিকিৎসক) দেওয়া চিকিৎসাপত্র উনি সুন্দরভাবে গ্রহণ করেছেন। উনি চিকিৎসা নিবেন সেটাই আমি বুঝতে পেরেছি।’

খালেদা জিয়া একপাশে হাত-পা নাড়াতে পারেন না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘না আজকে উনার হাত-পা সবগুলোই উনি নাড়িয়েছেন। উনি আজকেও হুইল চেয়ারে উঠেছেন যেহেতু উনার একা হাঁটতে কষ্ট হয়। কিন্তু আজকে উনি ওরকম কিছু বলেননি যে, “আমি হাত-পা নাড়াতে পারছি না।”’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment