নওগাঁর মান্দায় নলকুপ চাপলেই বের হচ্ছে গ্যাস

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর মান্দায় পানির জন্য নলকুপ চাপলেই বেরহচ্ছে গ্যাস। ঘটনাটি উপজেলার বনকুড়া গ্রামে। গ্রামের অন্যনলকূপগুলোতেও পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস। পুরো গ্রামজুড়েই যেনগ্যাসের সন্ধান মিলেছে। স্থানীয়দের দাবি, এক সপ্তাহ আগে বনকুড়াগ্রামের ময়েজ উদ্দিনের বাড়ির নলকূপের পাইপে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়।তার বাড়িতে স্থাপনকৃত নলকূপ মেরামত করতে গিয়ে এই গ্যাসের সন্ধানপাওয়া যায়। পর্যায়ক্রমে গ্রামের মোজাম্মেল হকের বাড়ি, আব্দুল জব্বারেরবাড়িসহ অনেকের নলকূপে গ্যাসের অস্তিত্ব মিলেছে। স্থানীয়রা বলছেন,নলকূপের পাইপে যে গ্যাস পাওয়া যাচ্ছে তাতে আগুন ধরিয়ে প্রাথমিকভাবেপরীক্ষা করা হয়েছে। আগুনের লেলিহান শিখা ও উত্তাপ দেখে তারা হতবাক।সংবাদটি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাসহ সামজিক যোগাযোগমাধ্যমে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসারখন্দকার মুশফিকুর রহমান ও এসিল্যান্ড এসএম হাবিবুল হাসান। গ্যাস বেরহওয়ায় কৃষি জমিতে সেচ দেয়ার জন্য স্থাপিত একটি গভীর নলকূপ বন্ধ করেদিয়েছে স্থানীয়রা। নলকুপ থেকে গ্যাস বের হচ্ছে তা দেখতে প্রতিদিনইবিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছে বনকুড়া গ্রামে। স্থানীয় বাসিন্দাময়েজ উদ্দিন প্রামানিক জানান, তার বাড়ির ভেতরে স্থাপনকৃত নলকূপেকয়েকদিন ধরে পানি উঠছিল না। নতুন করে আবারো টিওবয়েলের পাইপবসাতে গিয়ে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়।গ্রামের মোজাম্মেল হক, ইয়াকুব আলী, তয়েজ উদ্দিনসহ আরও অনেকেজানান, গ্রামের ময়েজ উদ্দিনের বাড়ির পর একে একে অনেকের বাড়িরনলকূপে গ্যাস বের হতে শুরু করেছে। পরীক্ষার মাধ্যমে অবিলম্বে বিষয়টিনিয়ে গ্রামবাসিদের আস্বস্থ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানতারা।ইউএনও খন্দাকার মুশফিকুর রহমান জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনকরেছি। দুর্ঘটনা এড়াতে নলকূপের পাইপের গ্যাসে আগুন না জ্বালানোরজন্য গ্রামের লোকজনকে পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টি ভূ-তাত্বিক জরিপঅধিদপ্তর ও বাপেক্স কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।নওগাঁর সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপকমো.মিজানুর রহমান বলেন, বিভিন্ন কারণে ভূ-অভ্যন্তরের অগভীরে কয়লা ওমিথেন গ্যাসের অস্তিত্ব থাকতে পারে। সঠিক পরীক্ষার মাধ্যমে মান্দারবনকুড়া গ্রামের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment