আইপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ ছক্কার মালিক যারা

আইপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ ছক্কার মালিক যারা

বিশ্বের ফ্রাঞ্চাইজিং টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতি আসরের ন্যায় দ্বাদশ আসরের টুর্নামেন্টের পর্দা উঠে গত ২৩ শে মার্চ। চলমান এই আসরের উদ্বোধনী ম্যাচে এম এ চিদম্বরাম স্টেডিয়ামে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার।

২৩ মার্চ শুরু হওয়া আইপিএলের প্রথম পর্বের টুর্নামেন্ট চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। যার মধ্যে ৮টি ভেন্যুতে ১৭ টি ম্যাচ খেলবে ফ্রাঞ্চাইজিং দলগুলো।

বিডি২৪লাইভের পাঠকদের জন্য চলমান এই আসরের এখন পর্যন্ত ১৩টি ম্যাচের সর্বোচ্চ ছক্কা হাকানো ৫ জনের নাম প্রকাশ করা হলো।

আন্দ্রে রাসেল: কিং খানের কলকাতা নাইট রাইডর্সের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ১৫৯ রান করেছেন ক্যারিবিয়ন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যার মধ্যে ১৫টি ওভার বাউন্ডারি নিয়ে এ তালিকায় প্রথম অবস্থান করছেন তিনি।

ক্রিস গেইল: টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত ব্যাটিং দানব ক্রিস গেইল আছেন এ তালিকার দ্বিতীয় স্থানে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে রান করেছেন ১৩৯, যার মধ্যে ওভার বাউন্ডারি রয়েছে ১০টি।

নিতিশ রানা: এ তালিকার তৃতীয় স্থানে আছে ভারতীয় ব্যাটসম্যান নিতিশ রানা। কলকাতা নাইট রাইডর্সের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে ১৩২ রান করেন তিনি। ক্রিস গেইলের মত তার ঝুড়িতে ওভার বাউন্ডারি রয়েছে ১০টি।

ডেভিড ওয়ার্নার: বল বিকৃতি কেলেঙ্কারির হোতা ছিলেন তিনি। যার ফলে অন্ধকারে তলিয়ে গিয়েছিল তার ক্রিকেট ভবিষ্যৎ। কিন্তু সব কিছু পিছনে ফেলে এই তালিকায় জায়গা করে নিয়েছে চতুর্থ স্থানে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলে রান করেছে ২৫৪ যার মধ্যে ওভার বাউন্ডারি রয়েছে ১০টি।

ঋষভ পন্থ: দিল্লি ক্যাপিটালসের হয়ে এ ব্যাটসম্যান এখন পর্যন্ত সবার চেয়ে এক ম্যাচ বেশী খেলে রান করেছে ১৫৩, যার মধ্যে ওভার বাউন্ডারি রয়েছে ১০টি। এই তালিকায় তার অবস্থান পঞ্চম স্থানে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment