রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের

রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক; ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই আশ্বাস দেন।

রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমারের বিষয় হলেও বিষয়টি সুন্দরভাবে তদারকি করছে বাংলাদেশ।

এ সময় বর্তমানের মতো ভবিষ্যতেও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানান হাইকমিশনার।

বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন ও চলমান বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা করেন বক্তারা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment