এক নজরে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়

থ্রিলার ম্যাচ, লাস্ট বল ড্রামা, সুপার ওভারে অতি উত্তেজক রোমাঞ্চ! জমে উঠেছে দ্বাদশ আইপিএল৷ প্রথম ১২ দিনের শেষে (৪ এপ্রিলের ম্যাচের পর পর্যন্ত) পয়েন্ট তালিকায় কোন দল কোথায় রয়েছে।

সেই পরিসংখ্যানই একনজরে-

১) সানরাইজার্স হায়দরাবাদ- বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উনিশের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি৷ প্রথম ম্যাচে নাইটদের কাছে হারের পর ওয়ার্নাররা এখন অপ্রতিরোদ্ধ৷ টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে সানরাইজার্স৷

২) কিংস ইলেভেন পাঞ্জাব- উনিশের আইপিএল শুরুতেই বিতর্কের কেন্দ্রে ছিলেন পাঞ্জাব কাপ্তান অশ্বিন৷ বাটলারকে তাঁর মানকড়ীয় আউট করা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়৷ সব বিতর্ক দূরে সরিয়ে পাঞ্জাব এখন দুরন্ত ছন্দে৷ চার ম্যাচে তারাও তিনটে জিতে ৬ পয়েন্টে৷ নেট রান রেটের বিচারে পয়েন্ট টেবিলে অশ্বিনরা এখন দু’নম্বরে৷

৩) চেন্নাই সুপার কিংস– মুম্বাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচটা না হারলে শীর্ষস্থানে জায়গা ধরে রাখত চেন্নাই৷ চার ম্যাচে তারাও এখন তিনটিতে জিতেছে৷ ফলে ৬ পয়েন্ট নিয়ে ধোনির চেন্নাই এখন পয়েন্ট টেবিলে ৩ নম্বরে৷

৪) কেকেআর– দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হওয়ায় ৩ ম্যাচে দীনেশদের ঝুলিতে এখন দুটি জয়৷ অর্থাৎ ৪ পয়েন্টে নিয়ে পয়েন্ট তালিকা কেকেআর এখন চার নম্বরে৷

৫) দিল্লি ক্যাপিটালস- মুম্বাইয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু, চেন্নাইয়ের কাছে হার, পরে নাইটদের বিরুদ্ধে সুপার ওভারে জয়৷ ফের ছন্দপতন করে কিংসের কাছে হোঁচট৷ আর পরের ম্যাচে সানরাইজার্সের কাছে ফের হার৷ নিট ফল ৫ ম্যাচে দুটিতে জিতে ৪ পয়েন্ট৷ সবচেয়ে বড় কথা ৩ ম্যাচে হার৷ যার একটিতে ব্যাটিংয়ে হারিকিরি করতে গিয়ে ডুবতে হয়েছে৷ দ্রুত ভুল শুধরে ফিরতে না পারলে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে এই ফ্র্যাঞ্চাইজির৷

৬) মুম্বাই ইন্ডিয়ান্স- প্রতিবারের মতো এবারেও দেরিতে জ্বলে উঠল মুম্বই৷ শেষ তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা৷ চার ম্যাচে সব মিলিয়ে দুটিতে জিতে রোহিতদের পয়েন্ট চার৷

৭) রাজস্থান রয়্যালস– ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে রাজস্থান৷ সেটাও দুর্বল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে৷

৮) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- দ্বাদশ আইপিএলে সবচেয়ে খারাপ অবস্থা বিরাটের আরসিবি’র৷ চার ম্যাচে খেলে এখনও তারা পয়েন্ট টেবিলে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ৷ কোনও ম্যাচে ৭০ রানে কোনও ম্যাচে ১১৩ রানেই আরসিবি’কে গুটিয়ে যেতে হয়েছে৷ এই পরিসংখ্যান সত্যিই ভয়ঙ্কর৷ শুক্রবার কেকেআরের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচে আরসিবি প্রথম পয়েন্ট তুলে নিতে পারে কিনা সেটাই এখন দেখার৷

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment