স্বজনদের সঙ্গে সিঙ্গাপুরের বাসায় ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতাল থেকে সিঙ্গাপুরের একটি ভাড়া বাসায় উঠেছেন। ভাড়া বাসায় স্বজনদের সঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রী ও স্বজনদের সঙ্গে বসে রয়েছেন।

আরো কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চেকআপে সিঙ্গাপুরে থাকতে হবে তাকে। চেকআপ শেষে দেশে ফিরতে পারবেন তিনি। এর আগেই অবশ্য চিকিৎসকরা জানিয়েছিলেন, মধ্য এপ্রিলে দেশে ফিরতে পারবেন তিনি। ফেসবুক ওয়ালে ওবায়দুল কাদেরের এই ছবিটি শেয়ার করেছেন আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কানদার মির্জা শামীম।

শুক্রবার দুপুর ১টার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment