মোসাদ্দেকের সেঞ্চুরিতে দু’শ পার করলো আবাহনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে ছিলো আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভারে বিকেএসপির খেলাটি বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়।

টসে হেরে ব্যাট করতে নেমে শেখ জামালের বোলিং তোপে শুরুতে দাঁড়াতইে আবাহনী। নাসির হোসেনের দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডার ধ্বস নামে। দলের বিপর্যয়ে দায়িত্ব নিজ কাঁধে তুলে অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এক প্রান্ত আগলে রেখে দু’শ রান পার করেন। যেখানে মনে হয়ে ছিলো এক’শ পার করবে না দল। দলীয় ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে ছিলো। সেখান থেকে মোসাদ্দের অপরাজিত ১০১ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২১১ দাঁড় করিয়েছে প্রতিপক্ষের সামনে। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে উপর্যপুরি রান করেছেন মোহাম্মদ মিঠুন ৩৩, আবদুল্লাহ আল মামুন ২৬ ও মাশরাফি ২০ । শেখ জামালের হয়ে তিন উইকেট নেন নাসির। ইলিয়াস সানি দুটি, সালাউদ্দিন সাকিল ও জিয়াউর রহমান একটি করে উইকেট নেন।

প্রসঙ্গত, ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে আবাহনী। অন্যদিকে সুপার লিগে খেলা অনিশ্চিত যদি আজকের ম্যাচ জিততে না পারে শেখ জামাল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment