জগন্নাথপুরে ৫দিন ব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা উপলক্ষে উৎসব চলছে

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কেন্দ্রীয় মন্দির দূর্গা মন্ডপ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় ৫ দিন ব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা উপলক্ষ্যে উৎসব শুরু হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় দূর্গা মন্ডপ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় গত ১১ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যালগ্নে জগন্নাথপুর সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে আরতির মাধ্যমে বাসন্তী দেবীর ষষ্ঠ্যাদি কল্পনারম্ভ সায়ংকারে দেবীর আমন্ত্রণ, পূঁজা প্রশস্তা ও অধিবাসের মধ্য দিয়ে বাসন্তী উৎসব শুরু করা হয়েছে। উৎসব অঙ্গঁনকে সাজানো হয়েছে বর্ণিল নানা রঙ্গের সাজে। উৎসবকে ঘীরে সনাতন ধর্মালম্বী তরুন তরুনী ও শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও প্রান চাঞ্চল্য দেখা দিয়েছে। সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ দে, সাধারন সম্পাদক দেবাশীষ তালুকদার ও কোষাধ্যক্ষ রাজন কুমার দাশ জানান, বসন্তের প্রভাতে ত্রিভুবনে কৈলাস ঘরণী ত্রিনয়নী দেবীর আগমনে ষষ্ঠী হতে স্বরূপিনীর শ্রীপদার্পনে আপন ভক্তিঅর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উজ্জীবিত হউক এ ধরাধাম। ৫দিন ব্যাপী সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উৎসবের ১২ ই এপ্রিল শুক্রবার মহাসপ্তমীতে বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ-স্থাপন।১৩ই এপ্রিল শনিবার মহাঅষ্টমীতে মহাষ্ঠমী বিহিত পূজা প্রশস্থান।১৪ই এপ্রিল রবিবার মহা নবমীতে শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপনাস্তে। ১৫ ই এপ্রিল সোমবার বিসর্জ্জন প্রশস্তা চরলগ্নে ও চরনাবাংশে শ্রী শ্রী বাসন্তী দেবীর অপরাজিতা ধারন ও শান্তিজল গ্রহন। বর্ণিল সাজে সাজানো শ্রী শ্রী বাসন্তী পূজা উৎসব সুষ্টু ও শান্তিপূর্ন ভাবে উদযাপনে আমন্ত্রন জানিয়ে সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment