নবাবগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার কলাকোপা ইউনিয়নের মাধবপুর জাগরণী সংঘ ও এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করেন। ক্লাব সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান তুষার, কলাকোপা ইউপি সদস্য তেনজিন আহমেদ, স্থানীয় মুরব্বি- আব্দুল মোতালেব, শেখ আহাদ আলী, মুন্নু মিয়া, আবুল কালাম প্রমূখ। এর আগে শুক্রবার সকাল থেকে শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড, দত্তখন্ড, কুমল্লিসহ ১০টি স্পটে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এলাকাবাসীর সাথে তারাও শুভেচ্ছা বিনিময় করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment