বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আবারও উস্কে দিলেন শেহবাগ

স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ আসর বসতে আর মাত্র ৪৮ দিন। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে গড়াবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসর। আর ১৬ জুন ওল্ড ট্র্যাফোডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্ব›দ্ধী ভারত-পাকিস্তান।

গত ফেব্রুয়ারির ১৪ তারিখ পুলওয়ামা কা-ে ইতিমধ্যে এই ম্যাচ নিয়ে নানা বিতর্ক ছড়িয়েছে। এবার ইন্দো-পাক লড়াই নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। শুক্রবার পানাজিতে এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন, ক্রিকেট মাঠে পাক-ভারত যুদ্ধে হারতে চান না তারা।

সেই দিনের কাশ্মীরের পুলওয়ামায় তথাকথিত পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলায় ভারতের ৪০ সেনা নিহত হন। এর পর বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার দাবি জানান সাবেক ভারতীয় ক্রিকেটাররা। সেই তালিকার অগ্রভাগে ছিলেন শেবাগ। তবে এদিন সাবেক ভারতীয় ওপেনারের গলায় শোনা যায় অন্য সুর। তিনি বলেন, ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যুদ্ধের চেয়ে কোনো অংশে কম যায় না। আর আমরা সেই যুদ্ধে এবারও হারতে চাই না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment