আইপিএল থেকে ফিরতে সাকিবকে বিসিবি’র তলব

আইপিএল থেকে ফিরতে সাকিবকে বিসিবি’র তলব

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন সাকিব আল হাসান। তবে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বিদেশি ক্রিকেটার কোটার বাধ্যবাধকতা থাকায় সাকিবের সময় কাটছে ডাগ-আউটে বসে। দলের সেরা অল-রাউন্ডারকে দেশে ফেরত আনতে এবার চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে জাতীয় ক্রিকেট দল প্রস্তুতি ক্যাম্প শুরু করবে। তার আগে আমরা সাকিবকে আইপিএল থেকে ফেরত আসতে বলার সিদ্ধান্ত নিয়েছি। দেশে ফেরত আসতে এবং ক্যাম্পে যোগ দিতে আমরা সাকিবকে একটা চিঠি পাঠবো।

চলমান আইপিএলে সাকিব পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন। তবে গত ৭ ম্যাচে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এ অলরাউন্ডার। প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারায় পরের ম্যাচগুলোতে আর সুযোগ পাননি সাকিব।

পাপন বলেছন, আমি সাকিবের সাথে এখনো এ বিষয়ে কথা বলিনি। তবে আমরা তাকে আইপিএল থেকে ফেরত আনতে চাই। আমরা এ বিষয়ে তাকে একটি চিঠি পাঠাবো এবং সে কি জবাব দেয় তার অপেক্ষায় থাকবো।

এদিকে মঙ্গলবারের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment