প্রকাশ্যে ধূমপান বন্ধের ঘোষণা দিলেন চট্টগ্রামের মেয়র

প্রকাশ্যে ধূমপান বন্ধের ঘোষণা দিলেন চট্টগ্রামের মেয়র

প্রকাশ্যে চট্টগ্রাম শহরের কোথাও ধূমপান করতে না দেয়া হবে না। এক বছরের মধ্যে চট্টগ্রামে জনসমাগমের স্থলে প্রকাশ্যে ধূমপান বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার বিকালে ‘সকলের অংশগ্রহণে নিশ্চিত হোক তামাকমুক্ত চট্টগ্রাম নগরী’ শীর্ষক সাংস্কৃতিক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আ জ ম নাছির বলেন, চট্টগ্রাম শহরের কোথাও প্রকাশ্যে ধূমপান করতে দেব না। নির্দিষ্ট জায়গা ব্যতীত ধূমপান করা যাবে না। এটা যৌক্তিক সময়ের মধ্যেই করব। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, এ শহর থেকে আমি বিলবোর্ড উচ্ছেদ করেছি। এটাও পারব, আমি পান-সিগারেট খাই না। এই নৈতিক শক্তি আমার আছে। মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কোনো পান-সিগারেটের দোকান থাকবে না। নির্দিষ্ট কর্নার করা হবে যেখানে গিয়ে ধূমপায়ীরা ধূমপান করবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment