আইপিএলে যোগ্য সম্মান পান না যুবরাজ, বললেন গম্ভীর

এক সময় ভারতের জাতীয় দলের নির্ভর যোগ্য ব্যাটসম্যান ছিলেন সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারের ছয় ছক্কা মারার প্রথম রেকর্ড করেন তিনি। ব্রেইন ক্যান্সারের সাথে লড়াই করে আবার ক্রিকেট জীবনে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। চলমান আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। কিন্তু এবারের আইপিএলে যথেষ্ট সম্মান পাননি বলে মন্তব্য করেছেন তারই সতীর্থ ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তাছাড়া, যথেষ্ঠ পরিমাণ টাকাও পাননি বলে মনে করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন গম্ভীর। তিনি মনে করেন তার এই সাবেক সতীর্থ আইপিএলের এবারের আসরে কম বেতন পাচ্ছেন। যা কারণে তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গম্ভীর বলেন, ‘যুবরাজ যথেষ্ঠ সম্মান পাননি এবং যথেষ্ঠ টাকাও পাননি। একই রকম ভাবে সে আইপিএলেও কম বেতন পাচ্ছে।’

২০১৯ সালের আইপিএলের নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন যুবারাজ সিং। তারপর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে।

একসময় তিনি পাঞ্জাবের আইকন ক্রিকেটার হিসেব ছিলেন। এরপর বেশ কয়েকটি আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।

২০১৭ সালে যুবরাজ সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকেই আইপিএলে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে দলগুলো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment