ধানক্ষেতে উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিলেন বিচারক দম্পতি

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার একটি ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতকের দায়িত্ব নিলেন এক বিচারক দম্পতি। সোমবার গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে পুলিশের পক্ষ থেকে নবজাতককে হস্তান্তর করা হয়।

গত ১৬ এপ্রিল পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ী গোডাউন বাজার এলাকার একটি ধানক্ষেতে শিশুটি পড়ে ছিলো। এলাকার শামিমা আক্তার নামে এক মহিলা শিশুটিকে উদ্ধার করে নিজের বুকের দুধ পান করান এবং গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান।

এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে পলাশবাড়ী থানা পুলিশ হস্তক্ষেপ করে। এরপর এই নবজাতকের দায়িত্ব গ্রহণের জন্য বেশ কিছু নিঃসন্তান দম্পতি আগ্রহ প্রকাশ করলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ১৬ সদস্যের টিম গঠন করে।
তাদের সিদ্ধান্ত মোতাবেক আজ পুলিশ আইনী প্রক্রিয়া শেষে ওই বিচারক দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর করে। বিচারক দম্পতি তাদের পরিচয় গোপন করার জন্য সংবাদকর্মীদের কাছে অনুরোধ করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment