সুনামগঞ্জের হাওরে উৎসবের আমেজে ধান কাটা উৎসব শুরু

সুনামগঞ্জে হাওরজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। হাওরের কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে সব উপজেলায় ধান কাটা উৎসব শুরু হয়েছে।

রোববার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

পরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমীর বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, জেলা কৃষি বিভাগের উপপরিচালক বশির আহমদ প্রমুখ ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভালো। যদি আরো ২০ থেকে ২৫ দিন সময় পাওয়া যায় তাহলে কৃষকেরা তাদের ধান নির্বিঘ্নে গোলায় তুলতে পারবেন। কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতেই জেলাজুড়ে এই উৎসবের আয়োজন।

সুনামগঞ্জে এবার ২ লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার মেট্রিক টন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment