শ্রীলঙ্কায় এবার আদালতের পেছনে বিস্ফোরণ

ফের বিস্ফোরণে আতঙ্ক ছড়াল শ্রীলঙ্কায়। কলম্বো থেকে ৪০ কিমি দূরে পাগোডায় ম্যাজিস্ট্রেট আদালতের পেছন থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পাগোডা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে একটি ফাঁকা জমি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কীসের থেকে বিস্ফোরণ হল, এর পেছনে কারও হাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ফের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

গত রবিবার ইস্টারে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও পাঁচটি হোটেলে ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ যায় ৩৫৯ জনের। আহত হন ৫০০-এরও বেশি মানুষ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment