বিশ্বকাপে দলে জায়গা নিয়ে অনিশ্চিত ছিলেন ম্যাক্সওয়েল

আসন্ন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অজি হার্ট হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। দলে ডাক পাওয়া নিয়ে শিউর ছিলেন না এই অলরাউন্ডার তাই দলে জায়গা পাওয়ার খবরটা তার জন্য বেশ স্বস্তিদায়ক ছিলো।

সম্প্রতি স্বদেশি একটি রেডিও চ্যানেলকে এই স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘বছর খানেক আগেও আমি নিশ্চিত ছিলাম না, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকবো কি না। সুযোগ পেয়ে সত্যিই অনেক গর্ব হচ্ছে।’

গত কয়েকটি সিরিজে যেমন খেলেছেন ম্যাক্সওয়েল তাতে বিশ্বকাপ দলে থাকাটা অনুমেয় ছিলো। ২০১৯ সালে ওয়ানডেতে ৪১.৬৩ গড়ে ৪৫৮ রান করেছেন এই ডানহাতি। স্ট্রাইকরেট ১২৬.৫১! ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। এরপর আরব আমিরাতে পাকিস্তানকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ওই সিরিজে তিনটি ফিফটি আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠা ম্যাক্সওয়েল বিশ্বকাপে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।

৩০ বছর বয়সী ম্যাক্সওয়েল বলেন, ‘ভারত ও দুবাইয়ের পারফরমেন্স আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি ছন্দে থেকে বিশ্বকাপে যাচ্ছি। আমার মনে হয়, এখন দলে একটি নির্দিষ্ট দায়িত্ব পেয়েছি। এটা সত্যিই দারুণ অনুভুতি।’ এশিয়ান কন্ডিশনে ভালো খেলা ম্যাক্সওয়েল এখন ইংলিশ কন্ডিশনের জন্য নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। আর অস্ট্রেলিয়ার হয়ে ১০০ ওয়ানডেতে ২ হাজার ৭০০ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আমি কোনো কিছুই বাদ রাখবো না। ১লা জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment