আমাকে কেউ আইটেম বললে সপাটে চড় খাবেঃ মালাইকা

পর্দায় প্রধান চরিত্রে দেখা না গেলেও আইটেম সং এ আকর্ষণীয় আর রগরগে আবেদন উপস্থাপন তাকে সব সময়ই আলোচনায় নিয়ে আসে। বলিউডের সেই গ্ল্যামার কুইন মালাইকা অরোরা খানের ‘আইটেম’ শব্দটি নিয়ে প্রবল আপত্তি রয়েছে।

কিন্তু সেই মালাইকা আরোরাই বেজায় চটলেন তার সেই সব গানকে আইটেম নম্বর বলায়। অকপট মালাইকের স্পষ্ট জবাব। কেউ তাকে আইটেম বললে সপাটে চড় কষাবেন গালে

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে মালাইকা জানিয়েছেন, ‘আজ পর্যন্ত আমি যেকটা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের মর্জিতে করেছি। কেউ কখনো কোনো জোর খাটায়নি। যদি কখনো মনে হত, যে আমাকে গানটিতে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই।’

গানগুলোর ইঙ্গিতপূর্ণ কথা নিয়ে তাকে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, ‘তার কখনোই মনে হয়নি ওই গানগুলো শালীনতার সীমা অতিক্রম করেছে কখনো।’ যদি ‘আইটেম’ শব্দটি নিয়ে তার প্রবল আপত্তি আছে, তবে এই ধরনের গান ছবিতে ব্যান করার পক্ষপাতী একেবারেই নন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment