তৃতীয় বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করেছে শ্রাবন্তীর ছেলে!

কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী তৃতীয়বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জাঁকজমকপূর্ণ আয়োজনেই রোশন সিংয়ের সঙ্গে সম্পন্ন হওয়া এই বিয়েতে নাকি সবচেয়ে বেশি আনন্দ করেছে তার প্রথম পক্ষের ছেলে ঝিনুক।

শ্রাবন্তী নিজেই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ঝিনুক পরিণত একটি ছেলে। তার সমর্থন আমাকে শক্তি দিয়েছে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সে বিয়ের অনুষ্ঠানে ছিল এবং সাদা কুর্তা ও পায়জামা পরে আনন্দ করেছে।’

শ্রাবন্তী বলেন, ‘আমি কখনও ঝিনুকের মতামত ছা়ড়া কাজ করি না। সে অনেক খুশি। ও চায় আমি যেন ভালো থাকি। আর এখন তো রোশন আর ঝিনুকের মধ্যে খুব ভালো সম্পর্ক। বন্ধুর মতো মিশে তারা দুজন।’

তিনি জানান, স্বামীকে তিনি ‘আদু’ নামে ডাকেন। আর রোশন তাকে ‘নাদু’ নামে ডাকে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তাদের। স্বামী হিসেবে রোশানকে পেয়ে গর্বিত শ্রাবন্তী। তাই বেশ সিরিয়াস মুডেই বললেন, ‘আমি চাই আমাকে সবাই শ্রাবন্তী সিং নামে ডাকুক।’

গত বছর ৭ জুলাইয়ের পর থেকে তাদের মন বিনিময় হয়। মজা করে শ্রাবন্তী জানালেন, নজর লেগে যায় বলে গোপনে বিয়ে করেছেন তিনি। কলকাতায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমি চাইনি আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। আমি জ্যোতির্শাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমি যেন আমার বিয়ের ব্যাপারে কাউকে না বলি।’

গুরু নাকি এটাও বলেছিলেন, তিনি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করেন। তাই পাঞ্জাবি রীতিতে বিয়ের কাজ শেষ করেন। এর আগে টাঙ্গারের একটি রেস্টুরেন্টে ১৫ এপ্রিল মেহেদী অনুষ্ঠান হয়েছে। অমৃতসরে হয়েছে গায়ে হলুদ। তাদের বিয়ে হয়েছে ১৭ এপ্রিল, বেলা ১১টায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment