বকেয়া মজুরি আদায়ের দাবিতে আবারও ধর্মঘটে পাটকল শ্রমিকরা

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ না করায় রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।

গত রোববার খুলনা-যশোর অঞ্চলের তিনটি পাটকল শ্রমিকরা ধর্মঘটে গেলেও সোমবার ভোর থেকে এ অঞ্চলের সব পাটকলের শ্রমিকরা ধর্মঘটে শামিল হন। এতে সব পাটকলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

খুলনা বিজেএমসির প্রধান মো. সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিকরা হঠাৎ করেই কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেছেন।
তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় থেকে অর্থছাড় না হওয়ায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যায়নি। এই অজুহাতে স্টার জুট মিল, প্লাটিনাম জুবলী জুট মিল ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। এখন নয়টি জুট মিলের শ্রমিকরা কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment