জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু হতে তৃতীয় আসর পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএল শুরু হলেও চতুর্থ ও পঞ্চম আসরে এতটা জাকজমকপূর্ণভাবে শুরু হয়নি বিপিএল। আর ষষ্ঠ আসরে জাতীয় সংসদ নির্বাচনের কারনে গতবারের মতোই বর্ণহীন ছিলো বিপিএলের শুরু হওয়া। তবে এবার বিপিএল ফিরে আসবে আবরো জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে। এমনটাই জানিয়েছেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

রোববার এ তথ্য দিলেন বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি জানিয়েছেন, ‘নভেম্বরের শেষে বাংলাদেশ দল ভারত সফর থেকে আসবে। দল দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নেবে। ৪ ডিসেম্বর আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আর ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে। গত তিনটি আসরে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে মানে বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে বা রাজনৈতিক সংকট না এলে ওই সময়ের মধ্যেই বিপিএল শুরু করে দেব। ৭ ফ্র্যাঞ্চাইজিকে আমরা ইতোমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠিয়েছি।’

বিগত আসরগুলোর বিবর্ণতা পরিহার করে এবারের আসরে বিপিএল আবারে স্বরূপে ফিরবে। ৪ ডিসেম্বর থেকে দর্শকরা উপভোগ করতে পারবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এ লিগ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment