আজ চালু হচ্ছে বিমানের ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট

আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দিল্লি-ঢাকা রুটের ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আজ সোমবার এ ফ্লাইটের উদ্বোধন করবেন।

ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার বিকাল ৩টায় ফ্লাইট ছেড়ে যাবে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে সেটি।

সপ্তাহের এ তিন দিন নয়াদিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফ্লাইট। তিন ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটে সেটি ঢাকায় আসবে।

কেবল বিমান বাংলাদেশই এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। এর আগে ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে বিমান এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, ১৬২ আসনের বোয়িং৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

এতে আছে ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন রয়েছে বলে তিনি বলেন।

তবে এ রুটে নতুন ফ্লাইট চালু করায় ১৫ শতাংশ ছাড় দেয়ার কথাও জানিয়েছে বিমান বাংলাদেশ।

ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন (আসা-যাওয়া) টিকিট একমাস মেয়াদে ইকোনমি ক্লাসে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার। এছাড়া একবছর মেয়াদে টিকিটে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment