প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে পাওয়া’ নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটির কাহিনী সৃজন ও নির্মাণ করেছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল।

শুক্রবার (১৭ মে) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্রটির নির্মাতা সজল এ তথ্য জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মের একটি কাহিনী নিয়ে এটি নির্মিত হয়েছে।

সজল বলেন, আমি গতানুগতিক কোনো চলচ্চিত্র নির্মাণ করি না। মানুষের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমধর্মী এ চলচ্চিত্র নির্মাণ করেছি। বঙ্গবন্ধুর চেতনায় মানুষকে উদ্বুদ্ধ হতে হবে। দেশ ও জাতির জন্য এ চলচ্চিত্র নির্মাণ করেছি, কোনো মুনাফার উদ্দেশ্য নয়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এ চলচ্চিত্র ভূমিকা রাখবে।

তিনি বলেন, চলচ্চিত্রটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও ভিশন তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষ যাতে ছবিটি দেখে এজন্য গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। এটি দেশের সব প্রেক্ষাগৃহে দেখা যাবে। চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহিসহ অন্যরা। পরে সবাইকে প্রিমিয়ার শো দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন