আইয়ুব বাচ্চুর স্মরণে গাইলেন প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) শখের বসে গান করেন। এর আগে, বেশ কিছু অনুষ্ঠানে তার কণ্ঠে শোনা গেছে গান। প্রয়াত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর স্মরণে এবার তিনি গাইলেন ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ গানটি।জনপ্রিয় সংগীত পরিচালক ফরিদ আহমেদের তত্ত্বাবধায়নে গতকাল গানটির রেকর্ড করা হয়।

দৈনিক আগামির সময় কে ফরিদ আহমেদ বলেন, ‘গানের প্রতি পলক ভাইয়ের ভালোবাসা অন্য রকম। এর আগেও, তার সঙ্গে কাজ করা হয়েছে। গতকাল আমার স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। দারুণ গেয়েছেন পলক ভাই, এক কথায় অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটি শুনলেই বুঝতে পারবেন।’

ফরিদ আহমেদ জানান, আগামী ঈদের দিন এবং ঈদের পরদিন চ্যানেল আইয়ের ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে শোনা যাবে গানটি। ঈদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকজন রাজনীতিবিদদের অংশগ্রহণে।

আপনি আরও পড়তে পারেন