ফটিকছড়ির নাজিরহাট পৌর যুবলীগের অায়োজনে অাওয়ামীলীগের ঐক্যের সুর

মোস্তাফাকামরুল, ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌর যুবলীগের অায়োজনে অনুষ্ঠিত অালোচনা ও ইফতার মাহফিলে ঐক্যের সুর উঠেছে ফটিকছড়ি অাওয়ামীলীগে। পাওয়া, না পাওয়ার হিসেব-নিকাশে দীর্ঘদিন বিভাজিত থাকা ফটিকছড়ি অাওয়ামীলীগের প্রায় সব নেতারা এ অনুষ্ঠানে এক মঞ্চে এসে বসেছেন। বিভেদ ভুলে হাতে হাত রেখে তারা নতুন নেতৃত্ব বিকাশে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। বুধবার (২২ মে) বিকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় চত্ত্বরে নাজিরহাট পৌর যুবলীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের  শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ তৈয়ব, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান এসএম সোলায়মান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,

জেলা মহিলা আওয়ামীলীগ নেতা সৈয়দা রিফাত আক্তার নিশু, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা, চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, শোয়েব আল সালেহীন, হারুনুর রশিদ ইমন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী, এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদ রশিদ মাস্টার, আবু জাফর বুলবুল, মুহাম্মদ শাহনেওয়াজ, সৈয়দ আব্দুল মান্নান, হাসান সরোয়ার আজম চৌধুরী, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, জুলফিকার অালী ভুট্টু, নাজিরহাট পৌর আওয়ামীলীগ নেতা এনামুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, এসএম মোরশেদুল আমিন, আলহাজ্ব মুহাম্মদ ইউছুফ, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলী প্রমুখ।
নাজিরহাট পৌর যুবলীগের আহবায়ক মুহাম্মদ হোসাইন’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুহাম্মদ হাসান’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মোরশেদুল অালম, এস.এম মাসুদ পারভেজ, পৌর যুবলীগ নেতা মুহাম্মদ আলী, মঈনুদ্দিন মঈনু, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান প্রমূখ,
এতে বক্তারা বলেন, ‘গত উপজেলা নির্বাচনে ফটিকছড়িতে নৌকা-আনারসে প্রতিদ্বন্দ্বিতা হলেও উভয় প্রার্থী ভোট পেয়েছে আওয়ামীলীগ নেতাকর্মীদের, তা নিয়ে ভুলবুঝাবুঝির কোনো অবকাশ নেই। আমাদের মধ্যে কোনো বিভেদ-বিভাজন রাখা ঠিক হবেনা।
৮০ দশকের  ঐক্যের ইঙ্গিত দিয়ে বক্তারা অারো বলেন, ‘আওয়ামীলীগ যদি ঐক্যবদ্ধ হয় ফটিকছড়িতে কেউ রুখতে পারবেনা। আগামীতে ফটিকছড়িতে যথাসময়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। উৎসবমুখর পরিবেশ সম্মেলনে করার আশা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অাহবান করেন।

আপনি আরও পড়তে পারেন