মোদীকে স্বাগত জানাতে ২০,০০০ কর্মীকে আমন্ত্রণ বিজেপি হেডকোয়ার্টারে

সকাল থেকেই যজ্ঞ চলছে বিজেপির হেডকোয়ার্টারের সামনে। মোদীকে ফের ক্ষমতায় ফেরানোর আপ্রাণ প্রার্থনা। প্রাথমিক ট্রেন্ডে ২০০-র বেশি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ। বারাণসীতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই পরিস্থিতিতে উৎসবের আয়োজন শুরু হয়ে গেল বিজেপি হেডকোয়ার্টারে। নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। ২০,০০০ কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। বৃহস্পতিবার সন্ধেয় মোদীকে স্বাগত জানাবেন ওই কর্মীরা। আগামী ২৫ মে দিল্লিতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে জয়ী বিজেপি নেতাদের।

দেশের ৫৪২টি কেন্দ্রের ভোটগণনা চলছে। ২৭২টি আসন পেলেই তবেই পাওয়া যাবে সংখ্যাগরিষ্ঠতা। এবারের নির্বাচনে বিজেপি-কংগ্রেস ছাড়াও অন্যান্য দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই ১০০ করে আসন পেরিয়েছে ইউপিএ ও অন্যান্যরাও। বারাণসী থেকে এগিয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে, দীর্ঘদিনের কংগ্রেস আসন আমেঠি থেকে এগিয়ে যাচ্ছন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। সারারাত গণনা চলবে বলেই মনে করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন