দোহার-নবাবগঞ্জ থানা পুলিশের ইফতার মাহফিল

দোহার(ঢাকা) প্রতিনিধি:

দোহার উপজেলায় পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় দোহার থানা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। এসময় তিনি বলেন, মুক্তির যুদ্ধের চেতনায় সকলকে জাগরিত করতে হবে। দেশ প্রেমের মধ্য দিয়ে মাদকের ভয়াল ছোবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যাতে করে বঙ্গবন্ধুর আদশের্, দেশ সোনার বাংলায় পরিণত হয়। দোহার থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা দক্ষিণ) মাসুম ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসিম মিয়া, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, দোহারের সুজাহার বেপারী, নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল,দোহার প্রেস ক্লাবের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান টিপু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন