মোদির নত‍ুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় কে ঠাঁয় পাচ্ছেন তার প্রাথমিক খবর পাওয়া গেছে। মন্ত্রিসভায় এবার স্থান পাবেন বেশ কয়েকজন নতুন মুখ। খবর এনডিটিভির

জানা গেছে, প্রত্যাশামতোই গত মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে এবারও নিজের মন্ত্রিসভায় রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। গোটা দিল্লি জুড়ে চলেছ সাজ সাজ রব।

নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাবেন তা নিয়ে আলোচনা চলেছে বেশ কয়েকদিন। দফায় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ আলাপ-আলোচনার পর নিজের মন্ত্রিসভার ঠিক করেছেন মোদি।

নতুন মন্ত্রিসভার তালিকায় রয়েছেন- রবি শংকর প্রসাদ, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, নির্মলা সীতারামণ, কিরেন রিজিজু, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, রতনলাল কাটারিয়া, ইন্দ্রজিৎ সিং, অর্জুন কৃষ্ণপাল, হারসিমরত কৌর, সদানন্দ গৌড়া, বাবুল সুপ্রিয়, প্রকাশ জাভরেকর, রামদাস আটাওলে, জিতেন্দ্র সিং, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, পুরুষোত্তম রুপালা।

আরও আছেন- রমেশ পখরিয়াল, থাওয়ার চাঁদ গেহলত, আর সি পি সিং, জি কিষান রেড্ডি, এ রবীন্দ্রনাথ, কৈলাস চৌধুরি, প্রল্লাদ জোশি, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, সুব্রত পাঠক ও দেবশ্রী চৌধুরী।

এদিকে মন্ত্রিসভায় বিজেপির সভাপতি অমিত শাহও যোগ দিচ্ছেন বলে জানতে পেরেছে এনডিটিভি। দল গুছিয়ে মন্ত্রিপরিষদ সামলানো কঠিন বলে তাকে এর বাইরে রাখা হয়েছিল গতবার। তবে এবার তাকে মন্ত্রিসভায় আনার সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্রীয় নেতারা।

দ্বিতীয় বার বিজেপি তথা এনডিএ ক্ষমতায় আসার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল, এ বার মন্ত্রিসভায় আসতে পারেন অমিত শাহ। শোনা যাচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। তবে অমিত শাহের নিজের পছন্দ অর্থমন্ত্রণালয়।

আবার অন্য একটি সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রীও হতে পারেন অমিত। তবে শেষ পর্যন্ত কোন মন্ত্রক পাবেন, তা নিয়ে এখনও জল্পনা জিইয়ে রেখেছে বিজেপি।

বিজেপির বিপুল জয়ে বড় চমক দেখিয়েছেন স্মৃতি ইরানি। কংগ্রেসের দুর্গ অমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়েছেন তিনি। ফলে বস্ত্রমন্ত্রী থেকে তার পদোন্নতি নিশ্চিত। এমনকি, বিদেশ মন্ত্রণালয়ও পেতে পারেন বলে জল্পনা চলছে।

লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।তারমধ্যে বিজেপির দখলে আছে ৩০৩ আসন। সন্ধ্যা ৭টায় শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। প্রায় ৮,০০০ অতিথি থাকবে শপথগ্রহণ অনুষ্ঠানে।

বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটানকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। তবে চিন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি বিজেপি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মা সনিয়া গান্ধী।

আপনি আরও পড়তে পারেন