লুঙ্গি ছাড়াই বাকি পথ পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকা

হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে মাঠ ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আর বল করতে পারবেন না এই ডানহাতি। বাকি পথ লুঙ্গি এনগিডিকে ছাড়াই পাড়ি দিতে হবে প্রোটিয়াদের।

রোববার ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের অবশ্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল তারা।

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি দলের পক্ষে বোলিং উদ্বোধন করেন। প্রথম স্পেলে টানা ৪ ওভার বল করেছেন। ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।

নিজের চতুর্থ ও দলীয় সপ্তম ওভার শেষ করেই মাঠের বাইরে চলে যান লুঙ্গি। দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে এ ম্যাচে আর বলই করতে পারবেন না ২৩ বছর বয়সী লুঙ্গি।

বাংলাদেশ অবশ্য দারুণ খেলে চলেছে। সাকিব আল হাসানের পর ফিফটি তুলে নিয়েছে মুশফিকুর রহিম। এই দুই টপ অর্ডার ব্যাটারের দৃঢ়তায় বড় রানের পথে এগোচ্ছে বাংলাদেশ।

৩২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে এদিন দুই শ রান পূরণ করে ফেলে টাইগাররা।

আপনি আরও পড়তে পারেন