১৫৫ বছর পর কারাগারে সকালের নাস্তায় পরিবর্তন

৮৬৪ সাল থেকে কারাগারে বন্দীদের সকালের নাস্তায় একটা রুটি ও এক টুকরো গুঁড় দেওয়া হতো। তবে ১৫৫ বছর পর এবার এ ব্যবস্থায় পরিবর্তন এসেছে। আজ রোববার সকাল ৮টা থেকে কারাবন্দীদের সকালের নাস্তায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেল সুপার।

সরকারের ঘোষণা অনুযায়ী, এখন থেকে বন্দীদের দুদিন খিচুড়ি, চার দিন সবজি-রুটি ও এক দিন দেওয়া হবে হালুয়া-রুটি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের পক্ষে রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ শাহজাহান আলী। এ সময় কক্সবাজারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের মো. বজলুর রশিদ আখন্দ জানান, বর্তমান সরকার জেলখানায় বন্দীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো- সকালের নাস্তার পরিবর্তন। সরকারের এমন পদক্ষেপে নতুন নাস্তা পেয়ে খুশি জেলখানায় বন্দী কয়েদি ও হাজতিরা।

আপনি আরও পড়তে পারেন