আফগানিস্তানকে হারিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বলল মাশরাফি

বিশ্বকাপে নিজেদের ফেবারিট দাবি করা আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের এক পা এগিয়ে গেল টিম বাংলাদেশ।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিলো না বাংলাদেশের সামনে। আর সেই ম্যাচেই সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দারুন জয় পায় টাইগারা। এখন বাংলাদেশের সামনে ভারত-পাকিস্তান ম্যাচের সমীকরণ।

আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পাওয়ার পর সাকিবকে প্রশংসায় ভাসাতে ভুলেননি মাশরাফি। তার সঙ্গে মুশফিক-তামিমদের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি।

ম্যাচ শেষে সঞ্চালক হার্শা ভোগলের অনুরোধে টাইগার সমর্থকদের উদ্দেশ্য ভারত-পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ন দুই ম্যাচ নিয়ে টাইগার কপ্তান মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমি মনে আমরা যদি মাঠে সেরাটা খেলতে পারি তাহলে ভারত-পাকিস্তানের বিপক্ষেও ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। আর টাইগার সর্মথকদের উদ্দেশ্য বলবো আমরা মাঠে সেরাটা দিতেই নামবো।’

এদিকে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর পুরো দলকেই কৃতিত্ব দিয়ে সাকিব আল হাসান বলেন, ‘লম্বা সময় ধরে ব্যাট করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। ফিফটি করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। মুশির (মুশফিক) ইনিংসটা ছাড়া কখনও আমরা এই সংগ্রহটা দাঁড় করাতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘আমি ও মুশফিক ছাড়া অন্যরাও ছোট ছোট অবদান রেখেছে। সবমিলিয়ে এটা দলীয় প্রচেষ্টা ছিলো, আমরা জানতাম এটা চেজ করা সহজ হবে না। কারণ আমাদের তিনজন স্পিনার আছে।’

সাকিব বলেন, ‘ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ খেলা আছে আমাদের। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটাই খেলতে হবে। কিন্তু এই জয়টাও আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

আপনি আরও পড়তে পারেন