টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বুধবার (২৬ জুন) বার্মিংহ্যামের এজবাস্টনে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এই ম্যাচের শুরুতেও বৃষ্টি বাধা ‍দিয়েছে। তবে বৃষ্টি খুব বড় কোন বাগড়া দিবে না বলেই আবহাওয়া বলছে। বৃষ্টিতে টস হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে বিকেল সাড়ে ৪টায় টস অনুষ্ঠিত হয়। ‍টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এবারের বিশ্বকাপে রেকর্ড হচ্ছে অনেক। এত এত রেকর্ডের মধ্যেই আরেকটি রেকর্ড হয়েছে যেটা সম্ভবত আয়োজক হিসেবে ইংল্যান্ডও চায়নি এরকম কোন রেকর্ডের অংশ হতে। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার রেকর্ড বিশ্বকাপের আগে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, এবারের আসরে মোট ৬টি ম্যাচ বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে ৪টি ম্যাচ পরিত্যক্তও হয়েছে আর বৃষ্টির বাধায় পরেও শেষ পর্যন্ত ফলাফল আসে ৩ ম্যাচের।

আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের টসও পিছিয়ে গেছে। বাংলাদেশ সময় বেলা ৩টায় টস হওয়ার কথা থাকলেও ম্যাচ অফিসিয়ালরা বেলা সাড়ে ৪টায় টস করার পরবর্তী সময় ঘোষণা করেছে। আম্পায়ারদের মাঠ পরিদর্শন শেষেই জানা যাবে ঠিক ক’টা বাজে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের মহারন। অবশ্য এর মধ্যে যদি ফের বৃষ্টি শুরু হয় তবে ম্যাচ মাঠে গড়ায় কি-না তাও নিয়েও জেগেছে সন্দেহ!

পাকিস্তানের একাদশ : ফাখর জামান, ইমাম-উল-হোক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি।

নিউজিল্যান্ডের একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লোকি ফারগুসন।

আপনি আরও পড়তে পারেন