দগ্ধ সানজিদার পথ ধরে চলে গেলেন শামীমাও

নাটোর শহরের বড়গাছায় একটি ছাত্রী নিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে দগ্ধ সানজিদার পথ ধরে চলে গেলেন শামীমাও।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে ভোরে ঢামেকে চিকিৎসাধীন থেকে সানজিদার মৃত্যু হয়। সানজিদা খাতুন লালপুর উপজেলার আবদুলপুর এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। তিনি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মৃত শামীমার ভাই মো. কাউসার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢামেকে চিকিৎসাধীন থেকে শামীমার মৃত্যু হয়।

গত ২৭ জুন শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রীনিবাসে রান্না করার সময় কোরোসিনের স্টোভ বিস্ফোরণে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শামীমা, সানজিদা ও ফাতেমা নামে তিন কলেজছাত্রী দগ্ধ হন। এতে শামীমা ও সানজিদার শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়।

পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সানজিদা আক্তার এবং শামীমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোরে সানজিদা ও রাত ১১টার দিকে শামীমা মৃত্যুর কাছে হার মানে।

আপনি আরও পড়তে পারেন