বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের কয়াগাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে মটরসাইকেলথেকে পড়ে নবশ্রী (৯) নামের এক ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়।জানা যায়, শেরপুর পৌর শহরের স্যান্নাল পাড়া গ্রামের মানিক দাস তারমেয়ে শের উড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের তৃতীয়শ্রেণির ছাত্রী নবশ্রীকে মটরসাইকেলে নিয়ে গতকাল মঙ্গলবার বেলা১১টার দিকে বিশালপুর ইউনিয়নের কচুয়া পাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের সহকারি শিক্ষিকা স্ত্রী বহিৃলতাকে খাবার দিয়ে বাড়ি ফেরারপথে দুপুর ১২ টার দিকে কৈগাড়ি এলাকায় পৌছলে বালু বোঝায়ট্রাককে সাইড দিতে গিয়ে মটরসাইকেলের পিছন থেকে নবশ্রী পড়েগিয়ে ঘটনাস্থলেই মারা যায়। মেয়ের মৃত্যুর খবর শুনে মা বহিৃলতা জ্ঞানহারিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন