বগুড়ার শেরপুরে শালফা বিএম কলেজে একাদ্বশ শ্রেনীর ক্লাশ উদ্বোধন

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের আয়োজনে ১জুন সোমবার দুপুরে অত্র কলেজের হলরুমে একাদ্বশ শ্রেনীর ক্লাশউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ বাহেজ আলীর সভাপতিত্বেপ্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো.লিয়াকত আলী সেখ।প্রভাষক ইনছান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলামাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, শালফা টেকনিক্যালএ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগেরকোষাধক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম ফকির, প্রভাষকনুরুল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুর রশিদ, আব্দুল বাছেদ, তুষার আহম্মেদ,সাইফুল ইসলাম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন